শিক্ষা প্রতিষ্ঠান কি সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় ?
ছোট বেলা থেকেই আমরা অবিভাবকদের একটা মনোভাব দেখে অভ্যস্ত।
সেটা হচ্ছে তার সন্তানদের সবচাইতে ভাল স্কুলে পড়াতে হবে;
আরেকটু বড় হলে সবচাইতে ভাল কলেজে পড়াতে হবে;
আরেকটু বড় হলে সবচাইতে ভাল বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে।
সারসংক্ষেপ করলে দাঁড়ায়, সন্তান যেন ভাল একটা ক্যারিয়ার গড়তে পারে এই আশায়, সন্তানকে সবচেয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দেয়াটা সকল অবিভাবকেরই মনের একটা প্রত্যাশা।
সব পিতামাতাই বা অবিভাবকই চায় তার সন্তান ভাল করুক, কাজেই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন একটা মনোভাব থাকা খুবই স্বাভাবিক ব্যাপার।
কিন্তু প্রশ্ন হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান কি সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়?
এক কথায় উত্তর হচ্ছেঃ “না।“
শিক্ষা প্রতিষ্ঠান সন্তানের ভবিষ্যৎ ও ঠিক করে দেয়না বা ভাল ক্যারিয়ারের নিশ্চয়তাও দেয়না।
পড়ালেখা ব্যাপারটা পুরোপুরি নিজস্ব একটা ব্যাপার।
আমি স্বীকার করছি, ভাল শিক্ষাপ্রতিষ্ঠানে ভাল একটা পরিবেশ বিরাজ করে; চারপাশে যারা থাকে তাদের মেধা তুলনামূলক ভাল থাকে; কাজেই কেউ যদি ভাল করতে চায় তার জন্য রাস্তাটা তুলনামূলক সহজ হয়ে যায়।
অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের মান ভাল না হলে রাস্তাটা একটু কঠিন হয়।
কিন্তু নিজেকে গড়ে তোলার দায়িত্ব কিন্তু যার যার নিজের উপরই বর্তায়।
সফল হবার পথে, ভাল গাইডলাইন খুবই জরুরী। সেটা কষ্ট করে খুঁজে বের করতে হবে।
নিজের চেষ্টায় যে কেউ ভাল করতে পারে; শুধু প্রয়োজন ভাল ইচ্ছা এবং চেষ্টা।
নিজের চেষ্টায় কি করা যায় তার সুন্দর একটা উদাহরণ হচ্ছে, ইলন মাস্ক।
ইলন মাস্ক তার নিজের একাডেমিক পড়াশোনা পুরোপুরি শেষ করেননি। তিনি হার্ভার্ডের একজন ড্রপআউট।
কিন্তু ইলন মাস্ক রকেট বানাতে পারেন। আর এই রকেট বানানো শিখেছেন তিনি নিজে বই পড়ে পড়ে।
আমরা যদি উন্নত হতে চাই, রিডিং হ্যাবিট হওয়া উচিৎ আমাদের এক নম্বর প্রাইওরিটি।
ধন্যবাদ,
নাজমুল
ইনভেনসেফ জেনটাল শো