চারদিকে শুধু সোশাল মিডিয়া আইডি হ্যাক হবার খবর শোনা যাচ্ছে। যাদের আইডি হ্যাক হচ্ছে তাদের মধ্যে অনেকেই বেশ বড় মাপের মানুষ। এবং সেই সব আইডি থেকে অস্বাভাবিক / অপ্রত্যাশিত / সন্দেহজনক টপিকে পোস্ট করা হচ্ছে বা অস্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে এমন শোনা যাচ্ছে।
অনেকেই চেষ্টার মাধ্যমে আবার আইডি ফেরতও পাচ্ছেন। তবে সেটা সবসময় খুব সহজ কাজ নয়।
আমাদের সাথে এখনও এমন কিছু ঘটেনি, তারপরও, ইনভেনসেফ গ্রুপের (Invensef Group) সাথে সংশ্লিষ্ট কোন সোশাল মিডিয়া / ওয়েবসাইট বা অন্য কোন উপায়ে যদি অস্বাভাবিক / সন্দেহজনক কোন কর্মকান্ড কারো দৃষ্টিগোচর হয় (যেমন: টাকা চাওয়া, রাজনৈতিক বিবৃতি, ইত্যাদি) তবে সকলকে সচেতন থাকতে বিনীতভাবে অনুরোধ করছি।
ধন্যবাদ,
Nazmul Arafin
Invensef Group